চোঁখে দেখে যে না দেখার ভানধরে,
অদ্য সমাজ তাকেই সম্মান করে।
কারনে অকারনে পুরো সমাজটাই যে কলঙ্গকিত,
কি ভাবে মূল্যায়ন করবে? নিজের মাথা করে নত।


বদলে গেছে দিন, বদলে যাচ্ছে যুগ,
চারিদিকে আতংক ভয়ে ধুকধুক করছে বুক।
সত্য বলা যাবেনা বলবে প্রতীবাদী ,
প্রতিরোধ করলে আবার হব দেশদ্রোহী।


না মরে, বেঁচে থাকা শুকনো পাতার মড়মড়ে শব্দ,
মিথ্যার ভারে গোটা পৃথিবী আজ স্তব্ধ।
তবু বাধ্য হলাম কলম চালাতে কম পক্ষে বলতে পারব আমি বলেছি ওরা শুনেনি, দেখেও না দেখার চোঁখে ।


১৪/০৩/২০১৮