ইসলামের আলোতে লেখছি কবিতা,
মনের আবেগে নয়, একান্তই বাস্তববতা।
মানব চরিত্রে তিলমাত্র হিংসা থাকলে যাবেনা জান্নাতে,
আবার তিলমাত্র ঈমান থাকলে ও মুক্তি পাবে তাতে।


আল্লাহুর আদেশ পালন করাই ঈমানী কাজ,
আবার ঈমানকে নষ্ট করাই শয়তানের সাঁজ।
শয়তানতো পিছু লাগবেই ওটা ওর কর্ম,
তুমি শয়তানের আকৃষ্ট হইওনা, মেনে চলো ধর্ম।


তোমার সম্পদ আছে খাদা খাদা, অন্য লোকের নাই,
তাই বলে কি লুটে নিবে কৌশলে ? দশ পাই।
সুদ খেওনা,সুদ খেওনা,সুদ খেওনা কেউ?
সুদের জ্বালা বড়জ্বালা অশান্তির মহাঢেউ।


এক টাকা সুদের সমান সত্তর বার জননী সঙ্গমের অপরাধ,
ইহার চাইতে নিকৃষ্ট কাজ ভবে আছে বলে জানা নেই আমার।
যতোটা পার মুসলিম ভাই বোনেরা এরাইয়ে চলো সুদের লেনাদেনা হতে,
এমন জঘন্য কাজ আর নাই স্বাক্ষি আল্লার কোরআন হাদিসেতে।


পারলে প্রতিরোধ করো,না পারলে ঘৃণা করো সুদখোরকে,
হে আল্লাহ এমন জঘন্য অপরাধ কাজে তুমি জড়াইও না আমাদেরকে।
তুমি ক্ষমা করো, ক্ষমা চাই তোমার দরবারে,
তোমার রহমতের হাত খানা দাও বাড়িয়ে মোমিনের সংসারে।


তুমি ধ্বংস করো ঐ সব মহাপাপীদের,
তোমার আদেশ অমান্য করে জীবন চলে যাদের।
না হয় তুমি হেদায়েদ করো, চলুক তোমার পথে ,
তুমি চাইলে সব পারো, বিশ্বাস দাও অবুঝ  আদমের হৃদে।


২৮/০৩/২০১৮