কথায় কথায় ধরো যে ভুল, ভুল কি তোমার হয়না?
বিচিত্রময় এ সংসারে সব কি তোমার জানা?
হায় রে সব কি তোমার চেনা।।


মালীর ফুলে হয়রে মালা, মনের ফুলে জ্বালা,
মনের মানুষ দিলে সেই ফুল প্রান করে উতালা! (২)
তবু সব বাসনা হয়না পূরুণ মানুষের জীবন
ভাইরে থাকবেই যন্ত্রণা।।


ঝড়া ফুলে হয়না মালা থাকে মাটিতে,
পূজোর শেষে সেই ফুল আবার ভাসায় নদীতে। (২)
দিবা রাত্রির এইতো বিধান দেখ ভাবিয়া
কিছু লোকে দিবেই লাঞ্ছনা।।


বাসি ফুলের হয়না পূজো জানে সকলে,
তবু গাছে ফুটা ফুলের সুভাষ কি করে ভুলে? (২)
সহিম আসল থুইয়া নকল লইয়া করে টানাটানি
যেন কিছুই বুঝেনা।।


তারিখঃ ১৪/০২/২০২২ ইং