যবে একাকীত্ব মোরে গ্রাস করে ধরে তিব্র;
মনে হয় জগতের যত অনাগত অন্তর্ঘাত,
         ঠাই লয় মোর মুক্ত মনে
         ক্ষুন্ন আঘাত ক্ষণে ক্ষণে
আমাতেই সে নিয়োজিত যেনো অবিরাম অন্বেষণে;
কি আসে যায় মোর ক্ষরণ যাক না যাক নিপাত।


যবে একাকীত্ব মোরে গ্রাস করে ধরে তিব্র;
মনে হয় ঘোর তিমির-সৃষ্ট শর্বর ছারপোকা,
         ডাকছে মোরে নিবিড় আঁধারে
         বিলীন দিতে চায় এই আমারে
ঝোপ বোঝে কোপ ছিন্ন হ্রিদয় যন্ত্রণা অন্তরে;
একাকীত্ব বরি সমাদর করি কি বোকা কি বোকা!


যবে একাকীত্ব মোরে গ্রাস করে ধরে তিব্র;
মনে হয় পাপাচার বাধে নীড় গভীর অন্তরায়,
         নিরুপায় তবুও ভাবি কিঞ্চিৎ
         শুদ্ধাচার মোরে দানে বঞ্চিৎ
এই থেকে নেই নিস্তার তবুও কি করি কি উচিৎ;
আজ নেহি কাল পরমানন্দ এই পণ মোর আশায়।


যবে একাকীত্ব মোরে গ্রাস করে ধরে তিব্র;
নিশি-দিবা সবই একাকার হয়ে দেয় ডাক,
         এই কর সেই দেখ নিজে
         গোবরে পদ্ম নাও একটু খোজে
মন্দে ললাট সন্ধানে না যাও না যাও মজে;
বোধোদয় যেই ক্ষনিক ভীরে অসহায় নির্বাক।।