কবিতা মোরে স্বকীয় করে লয়
দেয় অজানায় হাতছানি।
আমাতেই যেন বিভোর সদা সে
ভরপুর করে কাব্যদানি।
কবিতা মানুষকে স্বীয় করে লয়
অকপটে স্বীয় দরগায়।
হিংস্রতা নেই বক্রতা নেই শুধু মিলন,
শ্রীতিসম্মিলন ঘটায়।
কবিতা কোন বিপক্ষতা নয় যে
ঈর্ষা-বৈরতায় বোঝাই।
কবিতা হল ভ্রষ্ট জাতিবদ্ধ প্রাণীদের
মনুষ্যত্ব নীড়ে ঠাই।
কবিতায় কবি মহাবিশ্ব করে পরিচিত
অজানা তথ্যে,
ভাষাতে আনে প্রাঞ্জলতা কাব্য নির্মাণ
সকল কথ্যে।
প্রতিটি মনেই কবিতা লুকোচুরি খেলে
আত্ব প্রকাশে ব্যাকুল,
ব্যস্ত লোকালয়ে নিষ্প্রাণ সে
জেগে উঠা তার প্রতিকূল।
কাব্যের মান উন্নয়নে যদি
বরাদ্দ হয় সম্মান,
উন্নত হবে গুণীদের শীর এইতো
কাব্যপ্রেমের প্রতিদান।।


কবিতায় মন্তব্য কবিতার মান উন্নত করে। মন্তব্যে কবিতার ভাল মন্দ, মানুষের রুচি চাহিদা অনুভব করা যায়। তাই যে, যেকোন কবি পরবেন দয়া করে মন্তব্য করবেন। পড়ার জন্য ধন্যবাদ।