আমি নতুন করে কি লিখব?
মনে হয় অগণ্য বাঙ্গালী কবির কাব্যের পুনরাবৃত্তি করি অঙ্কন,
ধন মান জন পশ্চাতে রেখে- কাব্যপতিদের বাহুতে থেকে
কাব্য সাধনায় আপনারে সদা করি সমর্পণ।।


কত মনোরঞ্জিত পদ্যরচনা লিখেছেন গুনিজন!
কত ভাব শত ভাষাশৈলির তিমির দুয়ার পেরিয়ে,
জাগিয়েছেন কবি শিল্পে প্রাণ- গড়েছেন সিন্ধু জ্ঞানালোক স্নান
বঙ্গ হরফে দীপ্ত শর্বর প্রতিযোগিতায় এগিয়ে।।


আমি বাকরোদ্ধ ক্ষণে ক্ষণে নব কাব্য প্রজননে।
কত অসীম ক্ষমতা বহেন কবি আপন মনে,
এত ধৈর্য্যের নহর মিলে কোথায়- নিদারুণ সব প্রহর সেথায়,
আমি সারাক্ষণ ব্যাকুল সন্ধানী সারাংশ নিশি জাগরণে।।।


অনেকদিন পর ফিরে এলাম প্রিয় আসরে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি এক বৎসর যাবত অসুস্থ।