চ‌লি উদ‌্যম প‌থে
আ‌লোর মি‌ছি‌লে
ক্ষুধাতুর ভয়, অব‌রোধ লয়
পাহাড়সম বজ্রাল‌য়ে
ক‌ঠিন আ‌মি চ‌লি একা পথ
     ঐ বিভী‌ষিকার হা‌সি‌তে


আজ মানব না কোন বাধা
শুন‌বো না কোন পিছুটান
অত‌্যাচার, অব‌হেলার মশা‌লে
জ্বা‌লি‌য়ে অ‌গ্নি তুফান। আ‌মি
করব জয় আগু‌নের লে‌লিহান
     ঐ স্ফু‌লিঙ্গ উত্তা‌পে


যা‌বি কে মোর সা‌থে
হা‌সি‌তে হা‌সি‌তে ক্রো‌ধের হিমাল‌য়ে
ঐ মরা কঙ্কাল হা‌তে তু‌লে
অমৃত সুধা ক‌রে বিষপান
আধা‌রের ঝলকা‌নি‌তে স্নান ক‌রে আজ
     কে হ‌বি আত্মহারা গাঢ় ছাইচাপা উনু‌নে


এক চিৎকা‌রে কা‌পি‌য়ে দিব বিশ্ব
গ্রন্থিল পেশীঘা‌তে ভাঙব এক‌টি এক‌টি ক‌রে
নী‌পিড়ন, শোষণ, অন‌্যা‌য়ের শক্ত তালা
ছাইচাপা আগু‌নে বিন্দু ফোটা ক‌রে
     বাষ্প উঠাব রোষান‌লের ক্রো‌ধে


নি‌খিল বিশ্বভ‌বে বাতায়‌নে
হিম প্রবাহ অনুভ‌বে শুধু
গড়‌তে চাই সোনালী সকাল, শান্ত
কোমল সুন্দর এই পৃ‌থিবী‌তে আ‌মি
দেখ‌তে চাই নতুন সূর্যদয়
     ঘু‌চি‌য়ে সব অন্ধকার ; নেই ভয় ।।‌