কে তুমি নন্দিনী  বসন্ত বালা
 তুমি কি মেঘনার উত্তপ্ত জলোচ্ছ্বাস!
 নাকি পদ্মার অই রুপালী ইলিশ,.
 নহে বা কি ওই দুর আকাশে
জোছনা রাতের পুর্নিমা চাঁদ!.
কে তুমি চন্দ্রের কী রন জোছনা রানী,
তোমার মুখের কথার মাঝে
তোতা পাখির আলাপ বাজে
 তা শুনে দিশেহারা নিতান্ত র এ মন
বলো কে তুমি কোকিলা রানী
 বলো কে তুমি প্রেম কু মারি সাথী !
তুমি কি আমার সেই প্রিয়-যাকে আমি
 এক কোটি বছর আগে সপোনে দেখেছি
বলো না হৃদ পাঁজরের বিধবা মনি !
তোমার মুখের জল জলা হাসির
এই শব্দ মেঘনার ওই উত্তাল জলোচ্ছ্বাসে
গুন গুন করে গেয়ে বেড়ায়, 
বলো কে তুমি সুহাকাংক্ষি
 বলো কে তুমি পুষ্প রানী
 বলো কে তুমি প্রেম কামিনীকাঙ্চন মনি!
যাকে আমি পদ্মার পারে কলসি কাংখে
রিমিঝিমি ণুপুর পায়ে উন্মুক্ত কেশ ছেড়ে
হেলেদুলে হাঁটতে দেখেছি তুমি কি সেই!
 বলো কে তুমি  মধু মালা প্রেমের ডালা
হৃদয়ের মনি বলো কে তুমি?
আমি কি এতটা ই বেমানান
যে তুমি বলবে না বসন্ত বালা
কে তুমি!?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনা
৬/৯/২০২১ বিকাল বেলায়  মেঘনা
নদীতে ভ্রমণ কালে