তুমি হে "কবিতা" আনন্দধায়ক লগ্নে
তোমায় পড়ি বারবার,
বিষন্নতায় থাকিবার কালে মনে পরে বহু বার।
দুহিতা প্রাণ পণে চকোর ভরে
আঁখি মেলিয়ুম দেখিতাম তো মর "কবিতা" ,
তোমার ভিতরের গালিচা তুরঙ্গম বাহে পলায়ন!
"কবিতা" লেখনী তোমার মাঝে
ফুটে উঠে প্রেম দর্শন রঙ্গন  
ভালোবাসা কবি-র শ্রদ্ধাভাজনেষু।  
"কবিতা" মেসকাত ঘ্রাণেন্দ্রিয় গগনে
মহা তলে রণিবে অম্বর চুম্বিত ঘ্রাণ!
"কবিতা" একটা পরিব্যাপ্ত প্রেমে বিচ্ছেদের হাহাকার
চোখের এক কোনে জমে থাকা কণিকা,
প্রেমিকের আস্থা ভাজন মুল প্রাণ।
তুমি হে আগমনী "কবিতা" আমার
ভালোবাসার প্রথম রমণী।
"কবিতা" তোমাতে ফিরে পাই প্রাণ
তোমাতে গাই সাম্যের গান!
"একটি কবিতা" বিবস্ত্র নারীর বস্ত্র এনে দেওয়ার মুল মন্ত্র ,
প্রেয়সীর প্রথম লাজুক  হাসি।
"কবিতা" নিঃসঙ্গ তা সারথি  খোদার খা জানায়!
আরাধনা,নিশীথে  জাগিয়া চন্দ্রমা দেখিয়া
প্রেমিকের প্রথম আত্মা চিৎকার।
................................................................
রচনাঃ ১৮/৪/২০২২; বরিশাল,
উৎসর্গ লেখিকা মেসকাতুল জান্নাত কবিতা কে।