আমি হয়তো কাহারো সহধর্মিণী নয়
বোন নয়, মা নয়, মেয়ে ও নয়,
আমাতে'ত আমিই নয়!
আমি হচ্ছি নর মুখোশধরী শয়তানোর রাতের
অন্ধকারের নর্তকী! আমার মুখ আছে কথা নাই
জবান আছে আওয়াজ নাই  "
মন আছে চেতনা চৈতন্য নাই
আমাতে'ত আমিই নাই;
আমার যৌবন আছে মাঝ পথে তুলে নিয়ে ছিড়ে
খাওয়ার মত নর শয়তান আছে,  
আমার যে স্বাধীনতা নেই!
আমি যে নারী অবহেলিত পঞ্চচূড়া লাঞ্ছিত
আমার মন আছে ভালোবাসার মত মানুষ নেই!
ওদের সারে দেড় ইঞ্চি দন্ডটা নারীকে দেখলে-যেন
টন টন করে দাঁড়িয়ে যায় জাপিয়ে
পড়ে দেহের উপর,
শকুনের শুশ্রূষা মত ছিড়ে চিবিয়ে দেয় দেহ-টাকে
দেয় কুকুরের লালাতে ভরে ,
এটাকে কি ভালোবাসা ব'লে?
নাকি নিজের ভিতরের কুকুর সত্তা-টাকে
জাহির করা ব'লে? ওরা হয়তো মানুষ নয়!
রজনী মাঝে নিস্তব্ধ নিশিতে বড় সাহেব
কোন এক সুন্দরী সুশীলা তরতাজা রমণীর
কামরায় অন্তরঙ্গ কাম লীলায় মেতে উঠে!
সুবহে সাদিকের আগেই যায় হারিয়ে
সকালে সোনালী সূর্যের উঠার পরে কিরণ উঠার
পড়ে,
ধপধপে সাদা পাজামা-পাঞ্জাবি পড়ে
পলটনের ভরা মাঠে দাঁড়িয়ে মাউথ স্পিক নিয়ে
হাতে নিয়ে
ধারালো কণ্ঠে প্রতিধ্বনিত তোলে বলে,
এই সমাজে বেশ্যার কোন জানাজা অনুষ্ঠিত হবেনা!
কে করবে তার প্রতিবাদ? সে যে মুখোশ দ্বারী নর শয়তান ভালো মানুষ, তাকে সবাই বিশ্বাস শ্রদ্ধা জ্ঞাপন করে। দিনের বেলা আমার পাশে কেউ নেই
রাতের আধারে যৌবনের মহা সঙ্গীতের স্রোতে
অনাদিকালের জন্য ভেসে যাওয়ার মত নর শয়তানের অভাব হয় নাই বটে ;
আমি যে নারী বেশ্যা নর্তকী আমার তো স্বাধীনতা নাই,
আমিতো কাহারো বউ নয়, মা নয়, বোন নয়,
আমাতে'ত আমিই নয়!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনা ১৭/৯/২০২১-সিলেট জাফলং
এই কবিতাটি বাংলা ভাষার সকল লাঞ্ছিত নারীকে উৎসর্গ করলাম🙏