ওরা আমাকে অপবাদ দিয়ে বলে! জঘন্য
পত্রিকার সাংবাদিক, অবৈধ রাজনীতিবিদ,
জোর করে ক্ষমতা হরণকারী নেশা খোর মাতাল।
সমাজের ভদ্র মহাশয়, কুৎসিত ভাষায় বলুন,  
হে নন্দিত জনতার নিন্দিত জনগোষ্ঠী
আপনারা শুনুন!
সাম্প্রদায়িকতার দোহায় দিয়ে আর কত
জননীকে করবেন সর্বস্বান্ত ?
তাবরেজ আনসারির মতো আর কত তরুণকে
দিতে হবে প্রাণ?
দোহায় তোদের!
কত বোনকে পড়াবেন সাদা শাড়ি,
মুছে দিবেন কপাল থেকে সিঁদুর!
হে ধার্মিক বন্ধুগণ,কাল রাতে আপনি
বেশ্যার স্তনে মুখ লুকিয়ে কাটিয়েছেন সর্বক্ষণ  
ভোরের স্নিগ্ধ বাতাসে লোক সমাগমে
বলেন- এই সমাজে বেশ্যার জানাজা হবে না।
বাহ্, ধার্মিক সাহেব বাহ!
ঢাকার ব্যস্ততম শহরের গলি থেকে
বাতাসে বেশে আসে ধর্ষিতার চিৎকার
এই নাবালিকা কিশোরীর আর্তনাদ
আপনার বিবেক কি প্রশ্ন করে না?
ওই পতাকায় জড়িয়ে আছে আমার
বিবস্ত্র মায়ের রক্তাক্ত লাল কাপড়,
আমার প্রিয়তম বাবার চোখের জল।
আমি নেশা খোর মাতাল নারী লোভী কবি।
............................................................
রচনা= ১৮/৩/২০২৩'
ইছামতী নদীর কিনারায় সন্ধ্যাবেলা,
সৈয়দপুর মুন্সিগঞ্জর..।