সরিতা  স্রোতস্বিনী তটিনী-র মত বয়ে
চলুক তোমার জীবনের প্রতিটা অত্যল্প কাল,
তরী ভেসে যেন চলে যেতে পারো অজ্ঞেয়
'জলরাশি, সিন্ধু, সাগর, দিয়ে তোমার
প্রিয়তম কবি-র কাছে।


যার নিরতিশয়
অন্তরান্দ্ৰিয় বিমোহিত হয় তোমার মন।
তনু মনোরথ ভাবিয়া আঁখিতে বহে অশ্রুজল,
তা হারি সাধন সাধিয়া যবে নাহি পাও তাহার দর্শন।
কি করুণ সমব্যথী ব্যথিনী ব্যথার
ব্যথিতে পাপিয়া কাৎরাও তুমি!


যেথা তোমার প্রবোধ নহে রহে তারার দর্পন,
"না পাবে হায়" সেথা নদী কূল বটের মুল কেন
অনা ধরে  চেয়ে থাক? তত্ত্বজ্ঞ চরণে র
কাঙ্ক্ষিত আশায়। হ্যাঁ এটাই বিমোহিত
সবিতা'র প্রেম  কবি-র প্রতি যাহা মন মন্দিরে থাকে।


তুমি যাহা দাও তাহাতে ই প্রেম থাকে
রোজ প্রভাতে তোমাতে অশ্রু ভিজা গালে প্রেম থাকে, চাতক চাহনি আকাশের গায়ে প্রেম থাকে,
প্রিয়তম কবি-র প্রতি প্রেম থাকে।  
প্রেম থাকে তোমার লিখা প্রতিটা কবিতার চরণে।


বৃষ্টি ভেজা শিশিরে দোয়েলা কোয়েলা গাহে
গগনচুম্বী তুমি হে নিভৃতে চারনী। জলরাশীর
ফোটায় ফোটায় তোমার চরণে শিঞ্জিত
তরঙ্গ আনুকূল্য আনন্দহিল্লোলে!


সরিতা মনুষ্য  কবি-র  তুল্য অভিলষিত
প্রণয়াসক্ত অন্তে গেঁথে রহুক তোমার প্রেম।।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''’''''''
রচনা;১৯/৪/২০২২ কিশোরগঞ্জ,
উৎসর্গ প্রিয় বন্ধু 'সরিতা' কে।