তুমি আমার প্রথম প্রেম
তোমার বেণীগাঁথন চুল খোঁপায় লাল রক্ত
রাঙা ফুল হাতে নীল চুড়ি আমার প্রথম প্রেম,
তোমার রাতে ছাঁদে একা দাঁড়িয়ে  
চাঁদ দেখার দর্শন আমার প্রথম প্রেম।
তোমার গায়ে লাল  শাড়ী পায়ে আলতা
কপালে টিপ আমার প্রথম প্রেম,
তোমার লোহিত পাপড়ি মতন  ঠোঁট
কাজল কালো আঁখি  আমার প্রথম প্রেম।
তোমার শুভ্র ধপধপে সাদা চা দরটি  
অভিমান ভড়া চেহারা খানি,
কোলের শিশুটি আমার প্রথম প্রেম।
কত লক্ষ কোটি বার যে আমি তোমার
প্রেমে পড়েছি সেটা আমার ঈশ্বর যানে,
প্রেমে পড়েছি তোমার আলতা রাঙা ণুপুর
পড়া পায়ের, তোমাতে ঘামা ত্বক মুখচ্ছবি।  
কত বার যে তোমাকে ভালোবাসি বলতে চেয়ে
বলতে পারিনি তাহা আকাশের চন্দ্রমা জানে,
পাহাড় জানে "জানে প্রভাবহীনি নদীর কল্লোল"
তোমার ঘরের কোনে বসে থাকা ওই ছোট্ট
পাখিটি ও জানে শুধু তুমি জানো না।
আমি প্রেমে খুঁজে পেয়েছি তোমার লিখা
কবিতার বাতায়নে,
আমি প্রেমে পরেছি একজন লেখিকা র  
প্রেমে পরেছি সুশীলা বসন্তদূত রমণীর।
আমি প্রেমে পরেছি স্বর্গ থেকে আসা
এক নৈসর্গিক দেবীর,
আমি প্রেমে পরেছি এক কোটি বছর আগে
স্বপ্নে দেখা কামিনী র,এটাই আমার প্রথম প্রেম।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনা,১৮/৪/২০২২; বরিশাল দোহারিকা ব্রিজ,
উৎসর্গ লেখিকা সুরাইয়া খান কে।