সাম্যেবাদী


- সাইদুল ইসলাম (ধ্রুব★তারা)


বিদ্রোহী গাহি সাম্যের গান
নাহি বা তাকাই পিছু
হই সামনে অগ্রসর!


না হিবা কদম ফেলে হটি পিছু
সামনে যা কিছু পাই সব ভেঙ্গে করি চুরমার
না হিবা চাই কিছু,


আমি না হিবা ডরি না হিবা করি অন্যায় কিছু!


খোদার আরশ কুরসি ছেদিয়া
আমার বিদ্রোহের চিৎকার যাবে সেখানে পৌছিয়া!


আমি জালিমের সনে করি যুদ্ধ
অন্যায়ের বিরুদ্ধে করি বিদ্রোহ,


নহে দেখি কোন ধর্ম জাতি
আমার নাহি'গো জাত মানি না কোন আইন
আমি বিদ্রোহী শির উঁচু করে বাঁচি ।


না হিবা ডরি কাহাকে ও
যেখানে অন্যায় দেখি সেথায় জাপিয়ে পরি,


আমি জালিমের জুলুম কে দেই রুখে
আমি না হিবা ডরি কারার ঐ লৌহ কপট কে
আমি বিদ্রোহ করে মরে যাব এই পৃথিবী থেকে।


কখনো  করিবো না
অন্যায়ের সনে আপস - আমার
নাহি'গো কোন লোভ আমি গাহী সম্যের গান!


মানিনা কোন আইন
দেখি না কোন হরতাল মিছিল
যে খানে অন্যায় দেখি
সেখানে সব ভেঙ্গে করি চুরমার,


না হিবা করি অন্যায় কিছু
আমি বিদ্রোহী গাহী সম্যের গান
না হিবা তাকাই পিছু।
........................
এই কবিতাটি
কবি কাজী নজরুল ইসলাম কে
উৎসর্গ করলাম🙏🙏