সম্মুখপানে আসে -
আর সম্মুখপানে যায়,
বলতে কিছু চাই মনে
পারি না তো শায়।


বার বার  আসে-
আর বার বার যায়,
মন চাই তারে যেন-
পাই কাছে পাই।


দেখতে যেমন সুন্দর লাগে-
কাজেরও বটে মেয়ে,
সংসারের কাজকর্ম-
নিজের হাতে করে।


নলকূপের পাশে বসে-
থালা বাসন মাজে,
মাঝে মাঝে চেয়ে দেখে
আমি চাই কি তাঁরে।


ঘরের মধ্যে যায় আসে
আলুক-ফালুক করে,
মাঝে মধ্যে চেয়ে দেখে
আমি চাইছি তাঁরে।


আমি দেখি তাঁরে
সেও দেখে মোরে,
বুঝি না তো সে-
আসলে কি দেখে।


তাঁর চাহনিতে নেই কোন হাসি,
কিন্তু বারে বারে সে-
চাহে মোরে জানি।