বেলা বয়ে যায়
দিগন্ত জোড়া মাঠে
আউসের ক্ষেত ছেড়ে দূর বহুদূরে,
আধাঁর নেমে আসে সবুজালায়ে
রয়ে যায় বয়সী বটবৃক্ষ
হলদে পাকা বয়সী পাতা ;
পাতায় বেয়ে পড়ে  
তার  অশ্রুসজল শিশিরকণা।


বেলা বয়ে যায়
উড়ে যায় পক্ষীকুল
ঝড়ে যায় হলদে পাতারা
তপ্তদুপূরে বটবৃক্ষের পাঁজর চিড়ে
একে একে মাথা গজায় পঞ্চপাণ্ডব ;
শাখায় প্রশাখায় আজ
তারাও আকাশ ছুঁতে চায়,
বেলা বয়ে যায় ।


বয়সে বয়সে বয়সী আজ আকাশসম বৃক্ষটি
শাখা-প্রশাখায় গাছা-পরগাছার বিস্তর বিচরণ
এখন মুড়মুড়ে কাষ্ঠে তার
সতেজভরা সবুজ পাতা গজায় না,
হয়না পরিমিত সালোকসংশ্লেষণ।
তবুও সে মাথা নুইয়েই নি,
বয়সের ভারে ভেঙ্গে পড়েনি,
বেঁচে আছেন মাথা উচু করে
শুদ্ধ-বিশুদ্ধ লড়াইয়ে প্রাণপণে ,
মায়ামমতায় সযত্নে স্নেহভরে
নিজ ছায়াতলে আগলে রেখেছে তার পঞ্চপাণ্ডব।