আজ অনেক কথাই বলতে ইচ্ছে হয়
তবুও,
কেন জানি মনে হয়
কিছু কথা না বলায় থাক,
যেমন করে মনে মনে বলে থাকি
তেমনি কিছু ব্যথা না দেখায় থাক।
যেমন করে মধ্যবিত্তের কথা উপকথা হয়ে
বর্ণে বর্ণে বিভাজিত দুঃখ হয়,
তেমনি করে আমারও কিছু স্বপ্ন উপস্বপ্ন হয়ে
আঁধারে আঁধারে হারিয়ে যাক।

কেন জানি মনে হয়
পাওয়াতেই নয় না পাওয়াতেই প্রেম রয়
সেখানে ফুলে-ফলে-জলের আত্মিকটানে
আকাশে বাতাসে পাখির কলরবে
নানান রূপে ভালোবাসা কথা কয়।


কেন জানি  মনে হয়
জীবন মানেই হেরে যাওয়া নয়
হার তো হার নয়,
মাঝেমধ্যে কেবল বিবেক-বুদ্ধি মনুষ্যত্বের
প্রবল বোধের অভাব হয়,
আমার তো বোধদয় রয়েছে
হয়তো একটু দেরিতে উদয় হয়,
হয়তো একটু সময় ক্ষেপণ করে
আমারও আসবে সেই বিজয়।