"তুমি কেমন কইরা
কাম বাতাসে উড়িয়া বেড়াও,
ও মন পাখি রে
একবার পিছন ফিরা চাও। "


মা বাবা ভাই বোনেরা
একটা টেহা দেনগো আমায়
একটা টেহা,
আমি জন্মান্ধ এতিম পোলা
পাইনি আমি বাপের আদর
মায়ের দেহা!!
একটা টেহা দেন গো আমায়
একটা টেহা।


তাই নাকি রে
গানের গলা তো হেব্বি ভালা,
নাম কি রে তোর
বাড়ি ঘর ঠর কিছু  আছে
আর কোথায়ই বা  তুই থাকিস?


আআমি আমি 'নেত্র'
স্যার, থাহি ঐ ইস্টিশনে
রাত দিন নাইঙ্খা আমার
সব কিছুই আন্ধ্যার দেহি
ঘুম পাইলে মাটিই ঘর বালিশ।


কি সাংঘাতিক কষ্টের কথা
বাবা মা দুজনেই মারা গেলো!
তোকে একলা রেখে যেতে পারলো?
কতটুকুনই বা বয়স তোর
কি এমন তাড়া পড়লো
দুজনকেই যেতে হলো!


আল্লায় জানে,
তাগোরে তো আমি দেহি নাই,
কুনুকা গেছে কে জানে!
ঐইই ছকিনা দাদি আছেনা
আমারে কুড়াইয়া পাইছে
তারপর থেকেই ইস্টিশনে,


বাপ মাও পামু কই,
এই রেলগাড়ি মালগাড়ি তে,
কতো নোকের ঝাঁক
কত লোক আহে যায়
কত আদর যতনো করে
সেজন্যই তো সবাই রে বাপ মা কই,
আলাদা বাপ-মা  ডাকমু কারে?