এখনো বাস্তব কল্পনার পার্থক্য বুঝিনি,
কি হবে এদের সংজ্ঞা আর কি হবে ব্যাখ্যা ?
তবে দিনের সিংহভাগ সময়টাতেই এখন ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে,
সেখানে কত সুখেই না ইচ্ছেরা হাসাহাসি করে,আর
পাল্লা দিয়ে সেগুলো লক্ষ্যে পৌঁছাতে থাকে,
নানা রংয়ে মাখামাখি করে একে অপরকে,
উড়ন্ত পাখির মতোই চলে বাধাহীন প্রান্তরে।
কিন্ত ........
যখনই দেখি আমি আমাকে বাস্তবে,
এ কোন রুপ আমার!
আমি তো আমাকেই চিনতে পারছিনা!!
আর ইচ্ছেরাও পরাধীন পাখির মত লোহ খাঁচায় বন্দী,
না পারছে হাসতে! না পারছে উড়তে !!
লক্ষ্য না হয় পাশেই ছিলো কিন্তু কপাট যে ইস্পাতদৃঢ়,
তাই ইচ্ছেরাও এখন ঘুমিয়ে থাকতে ভালবাসে,
কিন্তু সেটা স্বপ্নবিহীন।
এখন আমিও ঘুমিয়ে থাকতেই ভালবাসি!
আর যাই হোক, ইচ্ছেহীন আমাকে তো আর দেখতে হবে না।