আজও জ্ঞানের রাজ্যে মেলা বসেছিল,
আলোর মেলা।
যেখানে শুধু আলো বিকিকিনি করা হয়।
তাই আমিও পাড়ি জমিয়েছিলাম সেই মেলায়,
ইচ্ছে ছিল সামান্য আলো কিনবো ,
সেই আলোয় আলোকিত করবো সদ্য গড়া আলোর তাজমহল।
খুব বেশি দূরে নয়, মাসকান্দা বাসস্ট্যান্ডের পাশেই বসেছিলো,
তাই সকালের উদর পূজা সেরেই রওনা দিলাম,
পরে যদি না পাই তাই,
অবশ্য বাজেট ছিলো খুবই সামন্য,
যে দামে পন্য না পাওয়াটাই স্বাভাবিক সেইরকমই, কিন্তু মেলায় গিয়ে দেখি পরিস্থিতি আজ বড়ই অনুকূল,
যেরকম অনুকূলে নৌচলাচল তরলের দ্বিগুণ গতিতে সেরকম,
দামটাও ছিল খুব নগন্য,
যেই দামে ব্রহ্মপুত্রের পাড়ে বসে হাওয়া কেনা যায় সেই রকম,
তাই আজ আলো কিনলাম তিন তিন ঘন্টা সময় ধরে,
ইচ্ছেমত যত পাওয়া সম্ভব ছিলো ততই,
অবশ্য মনে হচ্ছিলো এখনো অনেক কিছুই রেখে গেলাম, তবে
বলে এসেছি আবার আসবো সামনের মেলায়
তখন কিন্তু আরও বেশি আলো বিক্রি করতে হবে।