কতবার চলেছি সেই পথে,
কতবার বলেছি আমি বিদ্রোহী,
শুনেছি কতবার বিদ্রোহী হুঙ্কার,
নিজেও রাখেনি তার খবর।
শতবার পথসভা-বিদ্রোহ করেও
করতে পেরেছি কি পরিবর্তন
এই বেঢপ সমাজের রুপ এবং কি
খুলতে পেরেছি মাৎসন্যায় সমাজের চাদর?
উন্মাদ রাজদ্রোহীর মতো সেই উত্তেজন ;
মিশে গেছে বেখাপ্পা সমাজের ঘনকুয়াশায়,
সহস্র প্রচেষ্টাতেও কাটেনি তাহা
প্রদীপ্ত হয়নি রূঢ় সমাজের ঘোর অমানিশা।
কাটবে না তবে কি এই ঘনান্ধকার
দূর হবে না বিভৎস অপকর্ম?
বিদ্রোহ তবে নামেই থেকে যাবে
কেউ বুঝবেনা এর মর্মার্থ,
অদূরেই রয়ে যাবে আলোর দিশা।