আজও অসার কল্পনায় শুনতে পেলাম সুকান্তের আর্তনাদ,
হাহাকার শব্দে চিৎকার করে কান্না করেছিল সে,
উইপোকারা নাকি তিলে তিলে
ক্ষত-বিক্ষত করে চিবিয়ে খাচ্ছে তাকে।
পদ্মার উচ্ছ্বাসে কেঁপে ওঠা বাংলাদেশ নাকি
এদিক-ওদিক থেকে চাপা দিয়ে ভেঙে দিচ্ছে তার হাড়গুড় আর দাড়ানোক্ষম একমাত্র মেরুদন্ড।
বড় অসহায় কন্ঠে বাঁচাও-বাঁচাও বলে
চিৎকার করেছিলো সে,
আর বলেছিলো;
শকুনের ভয়ঙ্কর দাবা নাকি আর সহ্য করতে পারছে না,
কিন্তু কিছুই করতে পারিনি আমি!
বাঁচাতে পারিনি সুকান্তকে আরও একবার!!
হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত কেউ শুনেনি তার চিৎকার,
কেউ দেখেনি তার ছিন্নভিন্ন দেহখানি,
অবলীলায় অবহেলায় আরও একবার মরতে হলো তাকে,
শুধু বেচেঁ রইলো সুকান্তকে ছিড়ে খাওয়া একদল শকুন আর ভূঁইফোড় উইপোকা !!!