এক পা, দু'পা করে বহুদূর চলে এসেছি ,
অনেক কাটাবন পথ;নদীর পাড় বেয়ে বেয়ে এখন জীবন নদীর তীরে পৌঁছেছি।
তারপরও পথের দুরত্বের কমতি নেই!
পথের সাথে প্রতিনিয়ত ঘর্ষণ আর বর্ষণে যুদ্ধ হয় ;
ঘর্ষণে মনের মাঝে লুপ্ত ছোট্ট ছোট্ট স্বপ্নেরা ধূলিসাৎ হয়,
বর্ষণে কৃতজ্ঞ বৃক্ষরাজি এখন শতফুটি,
কতো চটি তাতে জীবনাবসান দিয়েছে তার সংখ্যাও অগণিত।
তবুও হাঁটার শেষ খুঁজে পাচ্ছি না!
পথ, পথিক আর আমি তিনে মিলে অপরিপক্ক চেটক হলাম!
তবুও বেওয়ারিশ লাশ বলে জ্যান্ত পোঁতে দেওয়ার চেষ্টা চলছে,
তবে কি আমিও অপ্রকাশিত কবিতা হবো!