দুপায়ে তিন রাস্তায় হেটেছি,
কখনো সরলরৈখিক পথে না চলে
বক্রপথে অগ্রসর হয়েছি,
কি পেয়েছি তাতে?
কিছু দুর্বোধ্য অতীত আর
আর কিছু তিক্ততা!
হ্যাঁ, কিছু অকালপক্ব ভালোবাসা পেয়েছিলাম ;
যা এখন বাতাসে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে,
তাই সেটা এখন ভিখিরীরাও নিতে চায় না,
তাই ওরাও অন্য রাস্তায় হাটে।
ভেবেছিলাম পঁচে পঁচে পদ্মফুল চাষ করবো ;
কিন্তু গোবরে পোকা জন্ম নিলো!
এখন ওরাই আমার সঙ্গী,
তবে আমিও মানুষরূপী গোবরে পোকা!