ছোট্ট একটি বিরক্তিকর ভোর,
তারপর সন্ধ্যা ;
শীত শীত হাওয়ায় কিছু অপ্রত্যাশিত শব্দরাজিতে
সদাপ্রফুল্ল মুখশ্রী পাংশুবর্ণ হলো!
এ কি দুর্দৈব?
ভেবে ভেবে আলোকিত সন্ধ্যায় যখন আধাঁরির আগমন ;
বিস্মিত অগ্নিমূর্তি খানি তখন সূর্য্যাশ্রয় পেল,
এক পঞ্চাশি কবিতায়।
নিরুদ্দেশ স্নেহাস্পর্শে অনুদ্দেশ বনপথের বিবাগী,
এক নিস্পৃহ হৃদয় আত্মোৎসবে চোখ বুজলো বুজলো,
অতঃপর সমাপ্তি হলো আরোও একটি সফল রাত্রি।