দুটো ফুলে একটি ফল তবুও বড়ই ক্ষুদ্র,
নানামুখী পানি চুষে আজ সে অকালপক্ব!
এইতো সেদিন পৌষ বিকেলে জন্মে;
কয়েকটি পৌষ পার করলে মাত্র।
কিছু মনবিলাসি ভাব চয়নে,
কবিতা তোমায় সঙ্গ দিলো,
কিছুকাল কৈশোরী প্রেম হলো,
এতেই তোমার আকাশকুসুম ইচ্ছা হলো;
যদি বোদ্ধা প্রেমিক হতাম!
সত্যিই তোমার ভাবনার তুলনা হয় না!!
চুয়াল্লিশ বছরের মজনু সে কিনা নবীন বোদ্ধা,
তুমি কিনা বছরটি পার করলে না!
অকালপক্ব প্রেমিকের যে দশা হয় আর কি,
ভিতরে আবেগ বাহিরে রঙিন,
যেখানে প্রেমের লেশ মাত্র নেই।