যেখানে ছন্দের জড়িমায় রাত থেকে দিন হয়,
নিজের আলোতে সবাই রাতের রাস্তায় হাটে ;
সেখানে নক্ষত্ররা প্রেমিকা হয়ে তোমায় ডাকতেই পারে,
শতিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়েও না!
নিজেদের উজ্জ্বলতর দেহে তোমাকে খুঁজে পেতে নাও পারে,
সব আলোয় কি গায়ে সয়,
কিছু কিছু প্রতিফলিত হয়ে ফিরেও যায়!
আমি অন্ধ চোখে তারা গুনি,
আমি সব রাস্তায় স্বপ্ন বুনি,
আমি আলোকোজ্জ্বল পথ খুঁজি,
যদি স্বপ্নেরা কথা কয়,
যদি অন্ধচোখে জ্যোতি হয়।
তারমানে এই নয় দর্পের বুকে ;
প্রেম আবগাহন করি।