রাতটা এমন বিধঘুটে লাগছে কেন?
সীমাহীন আকাশে তুমি আজ কোথায় গেলে,
বাসন্তী গগনে আজ এতো অন্ধকার কেন?  
সাথে সাথে হালকা কালো বর্ণ ধোঁয়াশা!
তাই হয়তো ঘোলা দেখছি,
কিন্তু কোথায় পালালে তুমি?
কোন বসন্তে?
এখানে ওখানে জোনাকিদের উঁকিঝুঁকি,
আর দুর আকাশে ভাগ্যগ্রহের সময় ক্ষণিক আচমকা হাসি,  
বুঝিয়ে দেই তুমি এখনো আছো ;
হালকা আধাঁরি কুয়াশায় হয়তো একটু দুরে,
কিন্তু তুমি ফিরবে,
ঘন কালো আধাঁর পেরিয়ে এই বসন্তেই,
তাই আমিও বসে আছি বসন্তের সঙ্গে ঘাপটি মেরে,
তবুও তন্ময় চোখ খোঁজ চারিদিকে,
তুমি আসবে তো?