হাতের ডগায় জোনাকি আলোর ঝিলিমিলি
উদ্যমী হাওয়ায় গা এলিয়ে বসা
পূবালী বাতাসে মিশে চাঁদের হাসি,
মগ্নচিত্তে নিজেকে প্রকৃতিতে হারিয়ে নেওয়া
সবকিছুই বলে দেয় এ শেষ রাতের প্রেক্ষাপট।
তবে জীবনে এই প্রেক্ষাপটটার অবস্থান বড়ই অদ্ভুত!
কালবৈশাখীর আগ্রাসন,শিলাবর্ষণ, শৈত্য প্রবাহ, চন্দ্রগ্রহণ ;
এতো কিছুর মাঝে শেষ রাতের এই দৃশ্যের দেখা নাই বললেই চলে!
মধ্যবিত্তদের কথা-উপকথার মতই রুপকথা হয়ে
কিছু অপ্রকাশিত ডায়েরিতে ওদের স্থান হয়।
প্রকাশ ও প্রয়োজনে ওদের বিবস্ত্র প্রেমিকা বানিয়ে
খোলামেলা রঙ্গমঞ্চে অঙ্গলীলার নায়িকা রূপে মঞ্চায়ন করা হয়!
যেমনটা ব্যবহার করা হয়ে দেহবেচা জীবিকা নির্বাহকদের!
শেষ রাতের এই ডিজিটাল রূপ দেখে বিস্মিত চোখ
শুধু ডাকবিহীন চিঠি লেখে যায়।