ওরে মাঝি কোথায় তোরা
হারিয়ে গেলি কোন প্রদেশে?
আয় ফিরে আয় ব্রহ্মপুত্রে
বাউলা গানে সাধক বেশে।


ঘাট খানা আজ বড়ই একা
চর পরে চর যে ফাঁকা!
কাঁদছে আপন সেথায় বসে
কখন যেন মাঝি আসে?


সকাল গেল বিকেল হল
সূর্য্যকীরণ হারিয়ে গেল!
নদের বাঁকে তাক নয়নে
তবুও আমি তোরই পানে।


আসবি তুই নৌকো বায়ে
আমায় নিয়ে উজান গায়ে
পাড়ি দিবি নদের জলে
হাসবো আমি রাগের ছলে।