একটি সত্য আমি এখনো বেঁচে,
বাকি সব মিথ্যে! বাকি সব মিথ্যে!!
মিথ্যে ছিলো প্রতিটি ভোর,
উঠিউঠি সূর্যের হাসি আর গুটিগুটি বৃষ্টি ভেজা দিন।
মিথ্যে ছিলো প্রতিটি সন্ধ্যা আর চাঁদনী রাতের সাক্ষ্যগুলো,
মিথ্যে ছিলো কোকিলের গান, বকুলের গঁন্ধ ,কৃষ্ণচূড়ার হাসি আর ব্রহ্মপুত্রের ঢেউ।
মিথ্যে ছিলে তুমি আর
যেখানটায় ছিলো তোমার পদচারনা!
এখন শুধু একটি সত্য দুটি আমি!
তৃতীয় আমি'র জন্ম হবার আগেও তোমাকেই চেয়ে যাবো,
মিথ্যাকে ভালবেসে যাবো
দেখো যাবো প্রতিটি ভোর-সন্ধ্যা,
বসে থাকবো চাঁদনী রাতের পসরা দিতে
পলাশের বনে  ডাহুক হয়ে!
অতঃপর তৃতীয় আমি'র পূর্বেই সব মিথ্যের অবসান হবে