অতিষ্ঠ ! আর সইছে না এই প্রাণ,
এই মন আর এই অন্তজ্বলা নিথর দেহ!!
না! একচিলতেও চলতে পারছে না ফুসকা পড়া পা দুখানি,
না পারছে ব্যথাতুর বুকে কিংবা ছটফটে মুখে কিছু বলতে,
না! আর পারছিনা!!
একটি ক্ষুদ্রাকায় বিষফোঁড়া তুই
কেন আমায় এতো কাঁদাস?
মস্তিষ্কের কেন্দ্রে বসে কেনইবা তুই সারা অঙ্গে জ্বালাস!
তোর চিপামারা করাতি ঘা
তোর অগ্নিছোড়া ব্যাপনতর বিষ
আমার রক্তের প্রতিটি  কণায় অণুকণায়
প্রতি সেকেন্ড ন্যানো সেকেন্ডে প্রবাহমান।
তোর বিষাক্ত প্রপাতে
নিষ্ক্রিয় -নিস্তেজ করে দিচ্ছে আমার সতেজ দেহ, সজিব হৃদয় আর স্বপ্নীল মনটাকে!
কালবৈশাখী ঝড়ের মতোই চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আর স্বপ্ন ,আমার ভালোবাসা এবং আমার  বেঁচে থাকার একমাত্র ভরসাকে!
আজ বর্ষায় জলধারার মতোই বহমান আমার নিশাচর চোখের জল,
সত্যিই তুই বড়ই ক্ষমতাশালী ;
আজ এক বিষফোঁড়াতেই আমার হার লেখা ছিল!