সেদিনের কিছু কথা বাকি ছিলো,
বলি বলি করে বলা হয়নি,
শেষমেষ অনাকাঙ্খিত বৃষ্টিবিলাস,
তাই আর বলার সময় হলো না।
যাই হোক সময়ের পালাক্রমে
আজও সামনাসামনিই তুমি আমি,
আজও কেন অপ্রত্যাশিত মেঘের ডাক!
সময়ের সাথে হার মানা আমার নিত্যনতুন কিছু নয়,
তাই বলে কি,আমি বারবার বুকে চাপা আর্তনাদ নিয়ে বসে থাকবো,
কখনোই না।
ঠিক আছে,,
না বলা কথা গুলো বাতাসে ভাসিয়ে
আমিও চললাম না চেনার দেশে;
তখন না হয় একটু হেসো,
সাদামেঘের আড়ালে বসে
চুপিচুপি কান পেতে বাতাসে ভাসানো
চেনা সুরের অপ্রিয় সত্যের উপখ্যান গুলো শুনিও,
সাবধান!
তখন যেন 'বিনা মেঘে বজ্রপাত 'না হয়,
কেন না অপ্রকাশিত কিছুই আমার প্রিয় নয়।