সুসংগত সাবালক কাব্য সমাজে এখন আর কোনো ঘাটতি নেই,
অভাব নেই কোন লাগসই শব্দগুচ্ছ বা জুতসই কবিতার,
তবুও শত শত অনুচিত কবিতা এসে জমা পড়ে,
একের পর এক ডাস্টবিন ভরে যায়,
সেদিকে তাকালে বড্ড হাসি পায়!
বেচারা, ক্ষ্যাম নেই তবু ক্ষম দেখায়!!
দূর!  এতো ভাবার সময় কই?
আমি নিজেই যথোচিত কবিতার সমহার ;
শব্দে সুবাসিত বাগান আমার
শব্দকোষে টইটম্বুর মাথা আমার,
আর কি চাই?
সবকিছুই তো এখন হাতের মুঠোয়,
একটি কথা হাজার কবিতা!
যত্তোসব সব কাক পক্ষীর বিচরণ,
ভাত ছিটানোই বড্ডো ভুল হয়েছিল।
ভুলেই গেয়েছিলাম যে,
এখন আর কোন জুতসই কবিতার অভাব নেই।