একে একে ঝরে যাচ্ছে বয়সী বটের পাতা,
স্তিমিত হয়ে যাচ্ছে আলোকিত দীপশিখা,
ঝাপসা হয়ে আসছে পাতা মেলা আখিঁ
নড়বড়ে হয়ে যাচ্ছে পঞ্চভূতের দেহখানি।
রিক্ত হয়ে আসছে শব্দেরা
ফুরিয়ে আসছে কবিতার খাতার পাতা!
অদূরেই হয়তো থাকবো না আমি
কিংবা আমার লেখা নতুন কোন কবিতা।
.....
যখন আকাশের চাঁদ আর আমাকে ঝগড়া করতে দেখবেনা,
সূর্যের প্রখর উত্তাপে আমায় ঘামতে দেখবে না,
অভিমানী ভবে কাঁদতে দেখবেনা ;
নিথর নিস্তব্ধ তুমি বিহীন আমি পড়ে থাকবো এক বর্ণহীন  চিলেকোঠায়।
তখন আমিহীনা ভালো থেকো কবিতারা।