এখন আর কোন প্রকৃতির দায়ভার নেই
সে এখন মুক্ত বিহঙ্গের ন্যায় উন্মুক্ত,
পরিষ্কার করে বললে ;
ওরা এখন কোনরকম ঠাঁয় বুঝে দায় ছেড়েই মহাকৃতজ্ঞ!
মাতালের কাছে যেমন সবকিছুই বাংলা পাঁচের ন্যায় সোজা,
তেমনি এখন আমি ,তুমি বা সে  সবার কাছেই;
নতুবা কেউ কি পাল ছেড়ে জাল ফেলে বসে থাকে,
কবে কি পেয়েছিল বা কবে কি দিয়েছিল
পইপই করে হিসেবের আসায়!
অবশ্যই, চিঁড়েচ্যাপ্টা সভ্যতা আর আধেক মৃত প্রজন্ম এর থেকে বেশি আর কিইবা ভাবতে পারে!
তিল কে তাল  কিংবা তালকে তিল বানাতে যাদের তিন সেকেন্ড সময়ও ঢের মনে হয়,
সেখানে দিন আর রাতের অংক কষা
লেনদেনের হিসাব রাখা ,
নির্বোধ বোকামি বিনে কি হতে পারে!
সেই ভেবে আমিও কোন হিসেব রাখিনি
যোগ ,বিয়োগ ,গুণ, ভাগ কিচ্ছু না!
আর কিইবা লাভ হবে যদি
ভাগশেষ থেকেও শুণ্যই লিখতে হয়?
তাই আমিও হাল ছেড়ে পাল ধরে বসে আছি।