ওরে আমার পাগল মন
অমন করে তাকনয়নে
কিরে তুই দেখছিস্?
বাউল মনের সাদা পাতায়
কারই ছবি আঁকছিস্?


আকার ওকার স্পষ্ট নহে
চিনতে নাহি পারি?
কার আশেতে কোন বা দেশে
দিলি রে তুই পাড়ি!


না চিনিলেও সে যে আমায়
শুধু শুধু ভাবায়
কোন দেশেতে রইলা কইন্যা
দেখা দেও গো আমায়।


চোখ বুজলেই দেখি তোমায়
মিষ্টি হেসে ডাকছো আমায় ;


ও রূপসী রূপের রাণী
তোমার সাথে আমাার আড়ি!
সত্যি কইরা কও গো কইন্যা
কোথায় তোমার বাড়ি ?


"রূপনগরে থাকি আমি
নামটি আমার রূপসী
দেখতে যদি চাও গো আমায়
বাঁজাইও এই বাঁশি। "
............(চলবে)