আমিও মিঠাপানিতে ডিম সিদ্ধ শিখে গেছি
এখন আমি সব পারি সব
যেমন তেল মেখে আকাশে তুলতে পারি তেমন জলে ডুবাতেও পারি।
এখন আর তিলকে তাল বানাতে একটু বিবেক বাধে না!


সেদিন একমুঠো রোদ চেয়ে সূর্যের কাছে হাতে পেতে ছিলাম
সে চাওয়া নাকি  মনপূত হয়নি,
তাই শূন্য হাতেই ফিরে এসেছি!
তারপর থেকেই খুঁজে ফিরছি ;
মধুময় শব্দের ফেরিওয়ালা।


সত্যবচন মহাতিক্ত দূরে যাক সব
কিনতে চাইনা আর
কাঁচা কাঠাল কথায় পাঁকলে আর কিইবা দরকার?
যেমন চলছে পালতোলা নৌকা
চলুক না
আমিও হাল ছেড়ে পাল ধরে বসে থাকি,
আমি কোন দিকভ্রান্ত পথিক হতে চাইনা!


আমি এখন সুষম শব্দের ফেরিওয়ালা
যেমন এক কথায় রূপবান রা প্রেম পড়ে
তেমন  দুকথায় মঞ্চ কাঁপে!
যেমন কথায় কথায় জন্ম দিতে পারি একেকটি  প্রেমের কবিতা
তেমন ভর্তি করতে পারি এক একটি  কবিতার ডাস্টবিন ;
যেখানে প্রতিদিনই একের পর এক কবিতার লাশ এসে জমা হয়!
পঁচে পঁচে ধূলিসাৎ হয়
কেউ দেখেনা!
কেউ দেখেনা!!