মেঘেরদেশে ভূত এসেছে
দেখো সেকি হুঙ্কার
বোম ফেলে ঠাস ঠাস
কি অনল ঝঙ্কার!


এলোমেলো বৃষ্টি
সাথে কত শিলা যে
এই বুঝি ভেঙে গেলো
আমার টিনের চালা যে!


ঘনকালো গগনে
কি ভীষণ পবন
ভেঙেচুরে খানখান
সোনার এই ভুবন।


আমগাছ জামগাছ
সব পড়ে ভূ-পাত
ময়না-টিয়া-শালিকেরা
সব মরে কুপো-কাত!


করিমের ঘরখানা
কোথা গেলো উড়ে
কুঁজো বুড়ির প্রাণখানি
খেয়ে নিলো  ঝড়ে!


হায় খোদা! রহম কর
দোহাই তব চরণে
সহে না যে পরাণ আর
জীবের এই মরণে।