ওহে রবি,চলেছো কোথায় ভাই?
ক্লান্ত আমি,
বাড়ির পথে ফিরছি এখন তাই।
তাইতো বলি,
চারদিকে কত হলুদ রোদের খেলা!
বাড়ির পথে ফিরতে গিয়ে,
এনেছো বিকেলবেলা।


সরষে খেতের হলুদ বুকে,
বসেছে রঙের মেলা।
মাঠে দেখি  বালকেরা সব,
করছে কত খেলা!
মাঝি জেলে সব ফিরছে বাড়ি,
ফুরিয়ে আসছে বেলা।


অদূরে দেখি গাঁয়ের বধূ,
হাসিতে তার কত যে মধু!
শুকোতে দেওয়া হলদে শাড়ি,
হাতে নিয়ে সে ফিরছে বাড়ি,
বৌ-ঝিরা সব উঠোনে বসে,
কি যেন বলে যাচ্ছে হেসে।


তাই দেখছি আমি,
নদীর পাড়ে বসে।
সূর্যখানি পশ্চিমে,
যাচ্ছে গিয়ে মিশে।
আনমনা আমি,
ভাবছি কিছু সেকেলে।
একা-একা,
এই পড়ন্ত বিকেলে।