প্রকৃতিতে আসিয়াছে শীত,
বরিয়া লও তাহারে গাহিয়া গীত।
আহা! কি সৌন্দর্য তাহার সর্বাঙ্গে,
ছিটিয়েছে তাহা প্রকৃতির অঙ্গে অঙ্গে।


গাছ গুলো সবি পত্র শূন্য,
কুয়াশার চাদর গায়ে প্রকৃতি আজ,
মন বুঝি তাহার ভারী বিষন্ন?


ভেজা ঘাস দেহ,
শিশির মুক্তায়,
স্নান করিল যেন ঐ দেখো।


হে শীত,এত যে আয়োজন,
বিষাদ সজ্জা,
তুমি আসিয়াছো বলে তাই,
সবি তোমারি জন্য।