ভাবের দুনিয়ায় ডুব দিয়ে ভাবি
আমি শুধুই আমি, ১০০ ভাগ আমি
অনুভব করি, কোথায়?
অস্তিত্ব আমার খুঁজি নিরন্তর,
ভিতর বাহির মথিয়া অধীর
রন্দ্রে রন্দ্রে তুমি সমাসিন,
স্থির আমি অস্তিত্ব হীন।
আমার বাড়ীতে আমি মেহমান
আর রহমান, তুমি মেজবান।
আমার তরী খানি নিত্য যতন করি,
কে চালায়, কে ধরে তার হাল,
আমি কোথায় বসি?
ভেতর বাহির, অস্তিত্ব আমার খুঁজে ফিরি,
ব্যবচ্ছেদ করি, শীরা, উপশীরা, রক্ত প্রবাহ
হৃদপিন্ডের ধ্বনি, আমার কর্তৃত্ব কোথায়?
যেদিকে তাকাই নিরন্তর তুমি, সবই তুমিময়।
আমাতে আমি পাই যে শুন্যময়।
আমি না থাকিলে যদি তরী ডুবে যায়,
তবে আমি কোথায়? শুন্য আসন খুঁজি,
রহি শুন্যময়।
আসলে বুঝেছি কিছু নই আমি,
তোমাতে বিলীন, আমি তুমিময়,
ভালো মন্দ আমার, তোমার মহিমায়
আমার বলতে কিছু থাকলে আমি
সপিলাম তোমায়।