বিনিময় বিনিময়, নয় কিছু নয় কিছু নয়
ঘুরিয়া জগৎময় পাইবেনা কিছু ছাড়া বিনিময়।
তুমি দেবে আমি নিব, আমি দিব তুমি নিবে
লেনদেন শেষ হলে প্রাপ্তি যদি কিছু হয়।


আমি না দিলে দেবে না তুমি,
তুমি না দিলে দিব না আমি
মাঝখানে প্রাপ্তি শুন্য যে রয়,
ঘুরিয়া জগতময় দেখবে যে
একই খেলা একই অভিনয়।


মন দিয়ে লেখা পড়া
কর তুমি শ্রম দিয়ে
তা না হলে পরীক্ষায়
খাতা সব হবে শুন্যময়।


থলি হাতে বাজার ঘুরে
ফিরে এলে খালি হাতে
পকেট ভরা ছিল না টাকা
হয়নি তাই কোন বিনিময়।


ক্ষেত ভরা সবুজ ধানে
সময় মত সেচ দিয়ে
দাও যদি শ্রম পরিচর্যায়
সোনালী ধান পাবে বিনিময়।


ভালোবাসা দিয়ে ভালোবাসা পায়
ভালোবাসার যদি করে অভিনয়,
একদিন ঠিকই ঘৃণায় ঘৃণায়
ভালোবাসা তার রঙ বদলায়।


মানুষ সৃজিয়া বিধাতা মহান
বলিলেন যাও কর গুণগান
বিনিময়ে পাবে বেহেশত আমার
নইলে দোযখবাস হবে নিশ্চয়।


বিনিময় ছাড়া কিছু নয় কিছু নয়।


পৃথিবীর শত বিনিময় মাঝে
ব্যতিক্রম শুধু একটি যে আছে
আল্লাহর রহমত সবার কাছে
মায়ের বুকে পবিত্র ভালোবাসায়।


০৪ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া