দুনিয়ার বুকে মানুষ এসে
কত কী যে করে ইয়ত্তা নাই,
সবাই সৈনিক সারা জীবন, যুদ্ধ করে যায়।
হাল চাষ করে, হাল সৈনিক
মাটি কাটে কেহ, কোদাল সৈনিক
কেহ জন বেচে, কাস্তে সৈনিক
রিকশা চালায়, রিকশা সৈনিক
পরিবেশ বাঁচায় মহান ঝাড়ু সৈনিক
এঁরা সবাই শ্রম সৈনিক,
তোমার আমার অন্ন জোগায়
পরিবেশ বাঁচিয়ে বিশুদ্ধ শ্বাস জোগায়
বিধাতার দেয়া শ্রম দিয়ে নিজে বাঁচে,
মহান এঁরা দুনিয়া বাঁচায়,
শত কোটি সালাম তাদের পায়।


কেহ ব্যবসা করে, ধার না ধারে জনস্বার্থে
সু্যোগ লুফে নেয়।
কেহ বা চাকরি করে, কর্ম ছাড়া দিন পার করে,
মাস শেষে বেতন পায়।
রাজাকার সৈনিক এরা থাকে সুযোগের অপেক্ষায়।


বড় অফিসের কেউকেটা কেউ
ফাইল আটকে ঘুষ খায়,
অবৈধ সুযোগ বৈধ করে
দুই হাতে টাকা কামায়।
বাংলাদেশের অফিস আদালতে উপর তলায়
হরহামেশায় এদের দেখা যায়,
আমেরিকান সৈনিক এরা, ক্ষমতার দাপটে কামায়।


রাজনৈতিক চামচা কেহ কোন কাম নাই
তেলের বোতল একটা হাতে থাকা চাই,
প্রায়ই দেখা যায় নেতা নেত্রীর ঘরের দরজায়
হাই তুলে সময় কাটায়, নেতার জুতা পাহারায়।
এলাকায় ফিরে বড় বুলি ঝাড়ে,
দিয়ে নেতার দোহাই, করে পয়সা কামায়।
ছুঁচো সৈনিক এরা, সময় বুঝে দল পাল্টায়।


কত যে সৈনিক দুনিয়ার মাঝে হিসাব কে রাখে
ইউনিফর্ম পরে না তারা থাকে না এক ব্যারাকে।
আসছে সেদিন নয় বেশী দুরে,
এক ইউনিফর্ম পরবে তারা
থাকতে হবে এক ব্যারাকে।


১৪ জানুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া