অন্তরালে কী?
সত্য‌ না মিথ্যা, মিথ্যা না সত্য এই তো দ্বন্দ্ব?
আফসোস ইমানদার! কেন এ দ্বন্দ্ব তোমার?
কোরআন কি পড়নি তুমি?
যে কোরআন সুচনায়, দ্যর্থহীন ঘোষণা দেয়,
অবকাশ নেই কোন দ্বন্দ্বের, কোন সন্দেহ নাই, এর সত্যতায়।
অদ্যাবধি কোনো জ্ঞান, কোনো বিজ্ঞান
সফল কি হয়েছে অসত্য প্রমাণে?
তবে তোমার কেন এ সর্বনাশা বিলাসীতা
সর্বশক্তিমান আল্লাহর বিরোধীতায়?


পরিণাম তার কী হবে তোমার
অচীরেই সুযোগ হবে দেখিবার,
তবে দুঃখ শুধু এটাই
সুযোগ থাকবে না আর ফিরে আসিবার।


সেদিন দুরে নয়
অমোঘ সেত আসিবে নিশ্চয়,
অন্তরালের পর্দা একে একে যখন সরানো হবে,
তোমার সামনে থেকে
দেখবে সব ই ঠিক আছে যেমন শুনেছ আগে।
শুধু তোমার অহমিকা বশে, তুমি ই পড়েছ ফাঁকে।


০৬ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া