মনের মাঝে কে বিরাজে,
দিবা নিশি বাঁশি বাজে
হৃদয় কানন তমাল তলে।


বাঁশির সুরে মন উদাসী
বুঝতে নারি বাজে বাঁশি
অজানা কোন মধুর সুরে,
বাঁশির সুরে আঁখি ঝুরে,
হৃদয় আমার কেমন করে,
চক্ষু মেলে খুঁজে তাঁরে,
যায়না দেখা জগত মাঝে,


হৃদয় মাঝে তিনি বসে
বাজায় বাঁশি মধুর সুরে
চক্ষু নাই যে অন্তরে মোর
দেখব তারে কেমন করে।


থাকতে তিনি আমার মাঝে,
খুঁজে বেড়াই দেশে দেশে
হয় না পূরণ মনের আশা
তাঁহার প্রেমে পড়তে বাধা
হৃদয় আমার ব্যকুল সদা।


মনের মাঝে বসত করে,
কয় না কথা যায় না দেখা,
ভাব করিব কেমন করে।


অন্তর জ্বালা নিবারণে
ঝাঁপ দিয়েছি প্রেম সাগরে
মুর্শিদ আমার ধরলে না হাত
মাঝ দরিয়ায় মরব ডুবে।
দয়া কর হাতটি ধর,
আপন কূলে নাওনা তুলে।
হাল ধরেছি তোমার শ্রোতে,
ঝড় তুফানে ভয় না করে
দয়া করে পার কর না,
আপন কূলে নাওনা তুলে।


১৬ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা