আঁখিতে আঁখি রাখিয়া সখী
যে কথা বলিতে চাই,
উথাল পাথাল হৃদয়ে জোয়ার
মুখে বলিবার নয়।
হৃদয় মাঝে কোন সে পিয়াসে
মরু উত্তাপ জাগে,
নিবারে চাহেনা শিতল বারী
হুতাশন অনুরাগে।


হৃদয়ে জ্বালি তুষের অনল
রয় সে সখী অন্তরালে,
আপনা দোষে পাইনা তাঁরে
মনের আগুন দ্বিগুণ জ্বলে,
বলনা সখী জানিস যদি
কোথায় গেলে পাবো তারে।


সে যে আড়াল থেকে বার্তা পাঠায়
সংকেত পাই হৃদয় মাঝে,
ভাসা ভাসা পাই যে আশা
মিলায় আবার এক পলকে।
পুরে না মোর মনের আশা
মিটে না মোর প্রেম পিয়াসা
সখী বাঁচি কেমন করে।


দিব্য চোখে দেখি নাই যারে
হৃদয় ব্যকুল তাঁহারি ত্বরে
সংসার ত্যাজি জঙ্গলে সখী
যাইব আমি তাঁহার খোঁজে।


০৩ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া