অস্তিত্ব নেই মিথ্যার কোন
সত্যের অপলাপ,
সত্যের মোড়কে অসত্য আসে
সাজানো লাল গোলাপ।
সত্যের আছে নিজস্ব আলো
মিথ্যা অন্ধকার,
সত্যের আলো পড়লে মিথ্যা
হয় যে অন্তরাল।
যুগে যুগে সদা মিথ্যা এসেছে
ছেয়েছে অন্ধকার,
সত্যের আলো জ্বালিয়ে মশাল
এসেছেন পয়গম্বর।


সৃষ্টির শুরু থেকে কল্যাণের
ধুঁয়া তুলে,
বার বার এসেছে অকল্যাণ,
রঙিন মোড়কের রঙিন চটকে
বিভ্রান্ত হয়েছে জনগণ।


হিতাকাংক্ষী সেজে কপট এসেছে
করতে স্বার্থোদ্ধার,
সাধুর মুখোশে সূভ্র বসনে
বার বার এসেছে শয়তান।


ইবলিসের বিরোধ আল্লাহর সাথে
মাঝখানে ইনসান,
সত্যের আলো আড়াল করতে
তৎপর সদা দুরাচার শয়তান।


বান্দা যদি ইচ্ছা করে
সত্য দেখবো বলে,
খুশি হয়ে যে মহান আল্লাহ
পর্দা দিবেন তুলে,
সত্যের আলো বান্দার চোখে
দুর হবে শয়তান।


লোভ লালসা হিংসা অহংকার
এসব ই শয়তানের হাতিয়ার,
তোমার ঘরেই রয়েছে এসব
পরিস্কার কর সবে,
হাতিয়ার  ছাড়া করবে কী একা
দুর্বল শয়তানে?


সময় থাকতে এসোগো সবাই
তাওবা করি আগে,
লোভ লালসা, হিংসা বিদ্বেষ
ঝেড়ে ফেলতে হবে।


দিয়াশলাই ঠুকে আগুন জ্বালালে
অন্ধকার দূর হয়,
ইমানের বাতি জ্বালালে অন্তরে
শয়তান দূরে রয়।


১৯ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা