মাথা উঁচু করে দাঁড়িয়ে দেখ সগৌরবে
পত পত করে ঐ ওড়ে পৃথিবী ব্যাপী
সবুজের বুকে রক্ত লাল সূর্য সারথী।
ও যে আমার পরিচিতি, স্বকীয়তায় আমার উপস্থিতি
ঘোষণা দেয় বিশ্বমাঝে।


জানিয়ে দেয় রয়েল বেঙ্গল টাইগার থাকে বাংলাদেশে।
দীপ্ত তারুণ্যে নাচে প্রজন্ম আমার
হার না মানা জাতি এ যে, বাংলাদেশ হতে
এসেছি আমরা তোমাদের মাঝে।


ও যে আমার সংগ্রাম, আমার বীরত্ব গাঁথা ইতিহাস
ফেরি করে দেশে দেশে।
ও যে শান্তি প্রতিষ্ঠা করে মজলুমের দেশ সিয়েরালিওনে,
ও যে বিশ্ব শান্তি সংগ্রামের শ্রমিক, কামনার প্রতিক,
নির্ভিক এক জাতির স্বত্বা তুলে ধরে বিশ্ব দরবারে।


ও যে আমার স্বাধীনতা, আমার হৃদয়ের রক্তক্ষরণ,
ও যে ত্রিশ লক্ষ শহীদের আবাস, বিরঙ্গণা মায়ের
শাড়ির আঁচল।
ও যে আমার গর্ব, নিরবচ্ছিন্ন আমার অহংকার,
ও যে আমার দায়িত্ব,
শহীদের রক্তের কাছে আমার অঙ্গিকার।


কখনো কি মনে পড়ে?  জন্ম ইতিহাস তোমার?
তোমার শরীরের লাল চত্বরে কী রেখেছ লুকিয়ে?


কত বক্ষ নিঙড়ানো তাজা খুন,
কত ষোড়শী বধূর সিঁথির সিঁদুর শুন্য ভাল,
কত বোনের আহাজারি, কত আর্তচিৎকার,
কত মায়ের অশ্রু শুন্য চোখের চাহনি উদাস,
তোমার বক্ষ করেছে লাল?
প্রজন্ম কি জানে আজ?
দায়িত্ব কার?


মিরপুর, কুষ্টিয়া