আরাম,আয়েশ, গ্লানিময় নয়তো সোনালী অতীত,
কিংবা আকাশ কুসুম স্বপ্ন, বেঁচে থাকার ভীত
রচনায় স্বাক্ষী সারথী, তোমার জন্য ভালোবাসা
তোমারই সাথে, একসাথে রচী বেঁচে থাকার আশা।
তোমার সাথে বাতায়নে বসে গুনেছি কত
নির্ঘুম প্রহর,
তোমারই পরশে ক্লান্তি, শ্রান্তি ভুলে দেখেছি আবার নতুন দীবাকর।
শীতের সকালে তোমার আলিঙ্গন এড়াতে না পেরে,
কত ফজর করেছি কাজা,
তোমাকে ভালোবেসে, বিলম্বে অফিস যেয়ে
বসের কাছে খেয়েছি কত যে বকা।
তোমার আবেশে ক্লাস, এ্যাসাইনমেন্ট, সেমিনার
বেমালুম ভুলে যাই, হায়রে এ কী দশা।
তোমাকে ভালোবেসে নিত্য সকালে
হজম করেছি মায়ের বকুনির মজা,
সবাই বলে তোমাকে ভালোবেসেছি বলে
হয়নি আমার এমবিবিএস পড়া।
তবু তুমি আমার প্রীয়, অপ্রীয়, সাফল্য, বিড়ম্বনা
হে আমার,‌ একান্ত আমার তুলতুলে নরম বিছানা।
খাওয়া দাওয়া, পড়াশোনা গোল্লায় যাক
তোমাকে আমি ছাড়বো না।